• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

শেখ রাসেলের জন্য গাইলেন মমতাজ

Reporter Name / ১১৮ Time View
Update : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন গায়িকা-সংসদ সদস্য মমতাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে নির্মিতব্য ছবি ‘রাসেলের জন্য অপেক্ষা’তে থাকবে এটি।

‘ঝলমলে আকাশ যেমন, আঁধারে ঢেকে যায়’ কথার গানটি লিখেছেন হাসান মতিউর রহমান। আর সুর-সংগীত করেছেন ইমন সাহা। গতকাল (১ ডিসেম্বর) রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করছেন নূরে আলম।

মমতাজ জানান, শেখ রাসেলকে নিয়ে অনেক আবেগ কাজ করে এ দেশের মানুষের। সেই কারণে আরও যত্ন করে গানটি গলায় তুলেছেন তিনি।

এদিকে, গান নিয়েই ব্যস্ত এই গায়িকা। সম্প্রতি কণ্ঠ দিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার একটি গানে। ‘নাচে খুশিতে মন আজ দিশেহারা/ দুটি নয়নে ফুটেছে স্বপ্ন তারা’ কথার এই গানটি লিখেছেন মাহী। মুনতাসীর তুষারের সংগীত পরিচালনায় এর সুর করেছেন ক্লোজআপ তারকা মাহাদী ও মুনতাসীর তুষার।

অন্যদিকে, সংগীত পরিবেশন করতে মমতাজ যাচ্ছেন সৌদি আরবে। আগামী ২৪ ডিসেম্বর দেশটির জেদ্দায় এক অনুষ্ঠানে গান গাইবেন তিনি।

মমতাজ জানান, সৌদি আরবের আগে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। সেখানে তিনি ১৬ ডিসেম্বর দুবাইয়ের একটি অনুষ্ঠানে গাইবেন। এরপর ১৮ ডিসেম্বর মাতাবেন শারজাহ স্টেডিয়াম। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজনগুলো হচ্ছে।

আরবিসি/০৩ ডিসেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category