• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

পঞ্চম ধাপে রাজশাহীর ১৯ ইউপিতে নৌকা পেলেন যারা

Reporter Name / ৩৭৬ Time View
Update : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : পঞ্চম ধাপে রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় দুই বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

নতুন ঘোষণা মনোনয়নের তালিকায় রাজশাহী জেলার ১৯টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে বাগমারার ১৬টি, পুঠিয়া উপজেলার দুইটি ও দুর্গাপুরের একটি ইউনিয়ন।

এর মধ্যে বাগমারায় নৌকার মনোনয়ন পেয়েছেন গোবিন্দপাড়া ইউনিয়নে আল মামুন প্রামানিক, নরদাশে গোলাম সারওয়ার, দ্বীপপুরে আব্দুল হামিদ, বড়বিহানলীতে রেজাউল করিম রেজা, আউচপাড়ায় সরদার জান মোহাম্মদ, শ্রীপুরে মকবুল হোসেন মৃধা, বাসুপাড়ায় লুৎফর রহমান, কাচারী কোয়ালীপাড়ায় আয়েন উদ্দিন, শুভডাঙ্গায় আব্দুল হাকিম, মাড়িয়ায় আসলাম আলী আসকান, গনীপুরে এসএম এনামুল হক, ঝিকরায় আব্দুল হামিদ, গোয়ালকান্দিতে আলমগীর হোসেন, হামিরকুৎসায় আনোয়ার হোসেন, যোগীপাড়ায় এমএফ মাজেদুল ও সোনাংগায় আজাহারুল হক।

এদিকে, পুঠিয়ার বেলপুকুরিয়া ইউনিয়নে রাজিবুল হক, বানেশ্বর ইউপিতে আবুল কালাম আজাদ এবং দুর্গাপুরের মাড়িয়া ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীর আলম।

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের তফসিল অনুযায়ী ২০২২ সালের ৫ জানুয়ারি দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর। বাছাই প্রক্রিয়া শেষ হবে ৯ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর। আর ২০২২ সালের ৫ জানুয়ারি এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আরবিসি/০৩ ডিসেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category