• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে রাজশাহীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ উদ্যোগে এ ‘পথসভা’ অনুষ্ঠিত হয়।

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ^ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সকলের সহযোগিতায় বাংলাদেশ কাঙ্খিত লক্ষ্যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সূচকে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি। কিন্তু এই সাফল্য টেকসই করতে কিছু কিছু নেতিবাচক বিষয় কমিয়ে আনতে হবে এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ দূর করতে হবে। এর মধ্যে নারী নির্যাতন অন্যতম।

তিনি বলেন, নারী নির্যাতন মানে একজন নারীকে শুধু লাঠি দিয়ে পেটানো নয়, বিভিন্ন সময়ে তাদেরকে মানসিক নির্যাতনও করা হয়। স্কুলে যাওয়া ছাত্রীদের অনেক সময় রাস্তায় বখাটে ছেলেরা ইভটিজিং করে বা বিভিন্ন ধরণের খারাপ মন্তব্য করে, এটাও নারী নির্যাতন। আমাদের জনগোষ্ঠির অর্ধেকেরও বেশী নারী। এই নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।

জেলা প্রশাসক আরও বলেন, উন্নয়নকে টেকসই করতে নারী সমাজকে উন্নয়নের কাফেলায় যোগ্য স্থানে জায়গা দিতে হবে। তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারব। নারী মানে আমার মা, আমার স্ত্রী এবং আমার বোন। নারী জাতি অত্যন্ত সম্মানের। এই সম্মানের জায়গায় যদি আমরা সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি তাহলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে।
পথসভায় অন্যদের মধ্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম মর্জিনা পারভীন ও মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শবনম শিরিন বক্তব্য দেন। পথসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

আরবিসি/০২ ডিসেম্বর/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category