স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রাণীনগর এলাকায় বাড়ীতে ঢুকে ছুরিকাঘাতে পিয়ারুল ইসলাম পিরু (৩৪) হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামী জয়কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুও উদ্ধার হয়। জয় রাজশাহী নগরীর চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
জয় (২৭) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রাণীনগর দক্ষিণ সাধুর মোড়ের আমিরুল কসাইয়ের ছেলে। এলাকায় কুখ্যাত ছিনতাইকারী হিসেবে পরিচিত। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় তার বিরুদ্ধে দশটি মামলা রয়েছে।
পুলিশ জানায় গত ৬ নবেম্বর রাতে পিয়ারুল ইসলাম পিরুর সঙ্গে আসামী অপর আসামী হাসান আলীর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে আসামী হাসান আলীসহ কয়েকজন মিলে পিরুর বাড়িতে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরই পুলিশ আসামী শিমুল ও সোহানুর রহমানকে গ্রেফতার করে। সর্বশেষ শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পুলিশ নগরীর রাণীনগর দক্ষিণ সাধুর মোড়ের পরিত্যক্ত একটি বাড়ী থেকে জয়কে গ্রেফতার করে। এসময় তার হেফাজতে থাকা হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার হয়।
পুলিশ জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জয়কে রবিবার দুপুরে আদালতে চালান করা হয়েছে।
আরবিসি/০৮ নভেম্বর/ রোজি