• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড

Reporter Name / ৯৬ Time View
Update : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় বগুড়া-৩ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এর আগে ৩১ অক্টোবর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রায় পড়া শুরু হয়। শেষ হয় সাড়ে ১১টার দিকে। তিনটি অভিযোগের সবকটিতেই তাঁকে পৃথকভাবে মৃত্যুদণ্ড দেন আদালত। মোমিন তালুকদার পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করে রায় কার্যকরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আপিল করলে খালাস পাবেন বলে দাবি করেন মোমিন তালুকদারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো.আবুল হাসান।

আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা এবং ১৯টি বাড়ি লুট করে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

আরবিসি/২৪ নভেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category