স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বডি ওন ক্যামেরা এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে বডি ক্যামেরার শুভ উদ্বোধন করেন রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
এ সময় ট্রাফিক বিভাগ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মোট ৮০ জন পুলিশ সদস্যদের বুকে ক্যামেরা পরিয়ে দেওয়া হয়।
রাজশাহী পুলিশ কমিশনার জানান, দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকির পাশাপাশি তাদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ সিসিটিভি হিসেবে কাজ করবে।
যে কোন অপরাধ পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে গেলেও ক্যামেরায় সব রেকর্ড থাকবে। এসব ক্যামেরার মাধ্যমে অডিও, ভিডিও ও ছবি ক্যাপচার করা যায়। পাশাপাশি জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই লোকেশন সনাক্ত করা সম্ভবপর হবে। ফলে অপরাধ নিয়ন্ত্রণ প্রক্রিয়া দ্রুততর হবে। নিরাপত্তার চাদরে থাকবে গোটা নগরী।
আরবিসি/২৩ নভেম্বর/ রোজি