আরবিসি ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে সারা দেশে সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।
আজ সোমবার সকাল দশটা থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হলেও এর আগে থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির সমাবেশকে ঘিরে প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গতকাল শনিবার খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে অনশন করে বিএনপি। ওই কর্মসূচি শেষে দাবি আদায়ে দেশব্যাপী সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশের বাইরে তার চিকিৎসা করাটা খুব জরুরি বলছেন চিকিৎসকেরা। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না।
আরবিসি/২২ নভেম্বর/ রোজি