স্টাফ রিপোর্টার : মহান জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন চলছে। বুধবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
গতকাল মঙ্গলবার টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে চারবারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন ইন্তেকাল করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ বৈঠকে মোনাজাত পরিচালনা করেছেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। মোনাজাত কালে মরহুম একাব্বর হোসেন এমপির সংক্ষিপ্ত জীবন ইতিহাস তুলে ধরেন এমপি এনামুল হক।
এমপি এনামুল হক মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। তিনি জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি ও বেহেস্তের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য ফরিয়াদ করেন।
এমপি এনামুল হক তার মোনাজাতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন। তিনি বলেন, নানা দুর্যোগ ও সংকটময় পরিস্থিতি মোকাবেলা করে সোনার বাংলা গড়ার পাশাপাশি বাংলাদেশেকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোনাজাতে তিনি প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের সকল সদস্যদের দীর্ঘায়ূ কামনা করেন। যে সকল সংসদ সদস্য ইন্তেকাল করেছেন তাদের আত্মার শান্তি কামনা ও পরিবার বর্গের প্রতি ধর্য্য দান করার জন্যও মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
মহান জাতীয় সংসদে এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরবিসি/১৭ নভেম্বর/ রোজি