স্টাফ রিপোর্টার : করোনায় মৃত্যুহীন আরেকটি দিন পার করল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (১৭ নভেম্বর) গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা উপসর্গে কোনো রোগী মারা যায়নি।
তবে এই এক দিনে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুজন। এর আগে গত ১১ নভেম্বর মৃত্যুশূন্য দিন কেটেছে রামেক হাসপাতালের করোনা ইউনিটে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি।
১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৩ জন। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন।
করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ছয়জনের। এক দিন আগেও হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩১ জন।
বর্তমানে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নাটোরের দুজন, নওগাঁর চারজন, পাবনার দুজন, কুষ্টিয়ার দুজন এবং মেহেরপুরের দুজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে মঙ্গবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪২ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে চারজনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ২৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
এর মধ্যে করোনা ধরা পড়েছে দুজনের। এই দুজনের একজন জয়পুরহাট এবং একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার জয়পুরহাটে ১ দশমিক ৭২ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৮ দশমিক ৩৩ শতাংশ।
আরবিসি/১৭ নভেম্বর/ রোজি