আরবিসি ডেস্ক : ভারতের ব্যাঙ্গালুরুতে অবৈধভাবে বিক্রির সময়ে বিপন্ন প্রজাতির ৪০১টি স্টার কচ্ছপ জব্দ করেছে পুলিশ। এর মধ্যে ২১ কচ্ছপ মৃত এবং ২০টি কচ্ছপের অবস্থা গুরুতর। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় পুলিশের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত সোমবার (১৫ নভেম্বর) কচ্ছপগুলো উদ্ধার করে। এর মধ্যে ২১টি কচ্ছপ মারা গেলেও ৩৮০টি জীবিত। তবে জীবিত কচ্ছপগুলোর মধ্যে ২০টি অবস্থা সংকটাপন্ন। তাদের চিকিৎসা দেওয়ার জন্য বানেরগাটা জাতীয় উদ্যানকে খবর দেওয়া হয়েছে।
এদিকে এই অবৈধ কচ্ছপ বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ (প্রটেকশন) আইন, ১৯৭২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় স্টার কচ্ছপগুলো ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার স্থানীয় একটি বিপন্ন প্রজাতি কচ্ছপ। এটি শুষ্ক এলাকা এবং ঝাড় বনে বাস করে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ২০১৬ সালে এ জাতীয় কচ্ছপকে লাল তালিকাভুক্ত ঘোষণা করে।
আরবিসি/১৭ নভেম্বর/ রোজি