আরবিসি ডেস্ক : ভোরে ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে। শনিবার ভোর ৬টায় উপজেলার পূর্ববড় ভেওলার চরপাড়ায় এ ঘটনা ঘটে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গণি জানান, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার চরপাড়া গ্রামের রুহুল কাদের ফজরের নামাজ শেষ করে ছেলে শহীদুল ইসলামকে বিলে পাকা ধান কাটতে যেতে ঘুম থেকে ডেকে দেন।
ভোরে ঘুম থেকে জাগানোয় রেগে যান ছেলে শহীদ। পরে তর্কাতর্কিতে জড়িয়ে যান বাবা-ছেলে। একপর্যায়ে ছেলে শহীদ বৃদ্ধ বাবা রুহুল কাদেরকে (৫৫) লাঠির আঘাতে মাঠিতে ফেলে দেন। খবর পেয়ে প্রতিবেশিরা এসে রুহুল কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ওসি জানান, এ ঘটনায় ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজারর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, নিহত রুহুল কাদের সাবেক ইউপি মেম্বার মরহুম হাজী জামালের ছেলে।
আরবিসি/১৩ নভেম্বর/ রোজি