• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

আমি ক্রসফায়ারের পক্ষে : শিল্প প্রতিমন্ত্রী

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‌‘অনেক সময় বিরোধী দলের নেতারা বলেন, ক্রসফায়ার দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। কিন্তু আমি ক্রসফায়ারের পক্ষে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর রূপনগরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে র‌্যাব-৪ আয়োজিত কিশোর অপরাধ নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘একজন সন্ত্রাসীর জন্য লাখ লাখ মানুষের রাতের ঘুম নষ্ট হয়ে যায়। সেই সন্ত্রাসীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা উচিত। এদের কারণেই সৃষ্টি হচ্ছে কিশোর গ্যাং।’

তিনি বলেন, ‘বর্তমানে সন্ত্রাসী ও চাঁদাবাজরা জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে। নির্বাচনে মনোনয়ন দেওয়ার আগে বিভিন্ন বাহিনীর রিপোর্ট নেওয়া হয়। তবে কেন সন্ত্রাসীরা মনোনয়ন পাবে? সেটি বন্ধ করতে হবে।’

হাইকোর্টের নির্দেশনার কথা উল্লেখ করে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘শ্রেণিকক্ষে শিক্ষকরা বেত চালাতে পারবেন না—এ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনাটি যথার্থ নয়, আমি মনে করি। শিক্ষার্থীরা অন্যায় করলে তাদের শাসন করতে হবে। সেই অধিকার শিক্ষকদের রয়েছে। সে কারণে শাসন করার অধিকার শিক্ষকদের দেওয়া উচিত।’

তিনি বলেন, ‘দেশে যত প্রযুক্তি ঢুকছে, এতে যেমন সুফল হচ্ছে, দেশের ক্ষতিও হচ্ছে। এর অপব্যবহার রোধ করা না গেলে কিশোর-যুবসমাজকে ধ্বংস থেকে ফিরিয়ে আনা যাবে না। এজন্য শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবকদেরও সচেতন হতে হবে।’

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক। সভায় মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ প্রমুখ।

আরবিসি/১৩ নভেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category