স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় পানের বরজ থেকে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার গনিপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই স্কুলছাত্রের নাম হাবিবুর রহমান (১৫)। সে ওই গ্রামের আতাউর রহমানের ছেলে ও চকমহব্বতপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি সে চা বিক্রি করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের খাবার শেষে হাবিবুর রহমান নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় সে ঘর থেকে বের হয়ে যায়। শুক্রবার সকালে হাবিবুরের ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তারা ধারণা করছিলেন, হাবিবুর প্রতিদিনের মতো চায়ের দোকানে চলে গেছে। এরপর তাকে চায়ের দোকানে না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়।
একপর্যায়ে বাড়ির পাশে একটি পানের বরজের ভেতর বাঁশের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় হাবিবুরের লাশ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে হাবিবুরের লাশ উদ্ধার করে।
হাবিবুর আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন ধারণা করছে। কয়েক দিন ধরে পরিবারের লোকজনের সঙ্গে হাবিবুরের কিছুটা মনোমালিন্য চলছিল বলে জানা গেছে।
হাবিবুরের বাবা আতাউর রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি হাবিবুর বাড়ির পাশেই চায়ের একটি দোকান চালাত। সে নিজেই লেখাপড়ার খরচ চালাত। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, সেটি তিনি জানেন না।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরবিসি/১২ নভেম্বর/ রোজি