স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার গ্রামে ফের নকল প্রসাধন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। নকল এ কারখানা থেকে দেশী-বিদেশি বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের নকল প্রসাধনী, নকল প্রসাধন তৈরীর কাঁচামাল ও যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নকল পণ্য তৈরীর দায়ে দুই ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব নকল প্রসাধনী বৃহত্তর রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা এলাকায় সরবরাহ করা হতো। অথচ এসব নকল প্রসাধনী ব্যবহারের ফলে ব্যবহারকারীদের দীর্ঘ মেয়াদী চর্ম রোগ- এমনকি স্কিন ক্যান্সারও হতে পারে।
পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর দুর্গাপুর উপজেলার দক্ষিণপাড়ার মৃত গাজীউর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৪৮) ও পবা উপজেলার দিঘীর পারিলা গ্রামের মৃত আবদুস সফি তালুকদারের ছেলে মেজবাহ উদ্দিন (৪০)।
এ ঘটনায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নকল প্রসাধনসামগ্রী উদ্ধার অভিযানের তথ্য তুলে ধরেন, মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
পুলিশ কমিশনার বলেন, মঙ্গলবার গোপন রাতে তথ্যের ভিত্তিতে পবার দিঘীর পারিলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ‘নন্দিনী হারবাল স্কিন ক্রীম’ নামের একটি নকল প্রসাধনী তৈরীর কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে দেশী-বিদেশি কোম্পানীর মোড়কে যুক্ত নকল প্রসাধনী ও নকল প্রসাধনসামগ্রী তৈরির বিপুল পরিমাণ কাঁচামালের মজুদ পাওয়া যায়। তাদের মূল গ্রাহক হচ্ছে, রাজশাহী মহানগর, জেলা, উপজেলা এবং বাইরের বিভিন্ন জেলা শহরে থাকা বিউটি পার্লার, জেন্টস পার্লার, সেলুন ও কসমেটিকসের দোকান।
পুলিশি এই অভিযানের সময় দেশী-বিদেশি কোম্পানীর মোড়কে াড়ক যুক্ত বিপুল পরিমাণ নকল প্রসাধনসামগ্রী, নকল প্রসাধনী তৈরীর বিভিন্ন রকমের কাঁচামাল ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। বর্তমানে যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১৭ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে বুধবার পবা থানায় মামলা করা হচ্ছে। দুপুরের মধ্যে ওই মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান- রাজশাহী মহানগর পুলিশ কমিশনার।
আরবিসি/১০ নভেম্বর/ রোজি