• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

ক্যাম্পাসে ঢুকে রাবি শিক্ষার্থীকে মারধর

Reporter Name / ১০৪ Time View
Update : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

রাবি প্রতিনিধি: ক্যাম্পাসে প্রবেশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের এক শিক্ষার্থীকে মারধর করেছে বহিরাগত আরেক শিক্ষার্থী। বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় মারধরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মশিউর রহমান মেহেদী। তিনি বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
অপরদিকে অভিযুক্তের শিক্ষার্থীর নাম সুলতান মুহাম্মদ আন নুর। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তার বাসা রাজশাহীর লক্ষ্মীপুরে।

জানতে চাইলে ভুক্তভোগী মেহেদী বলেন, আমি ব্যবহারিক ক্লাস শেষ করে আমার বান্ধবীসহ শ্রেণীকক্ষে বসেছিলাম। এসময় অভিযুক্ত ছেলেটি আমাকে রুমের বাইরে ডাকে। বাইরে গেলে কিছু বুঝে উঠার আগেই আমার উপর অতর্কিত হামলা চালায় ও রক্তাক্ত করে দেয়। আমি এর উপযুক্ত শাস্তি দাবি করছি পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি চারুকলার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, আমরা ভবনের দ্বিতীয় তলার বারান্দায় ড্রইং ক্লাস করছিলাম। হঠাৎ দেখি অপরিচিত একটি ছেলে আমাদের সিনিয়র ভাইকে মারধর করছে। পরে আমরা দ্রুত এসে মারামারি থামাই। আর অপরিচিত ছেলেটিকে চারুকলার শিক্ষকদের কাছে সোপর্দ করি।

জানতে চাইলে অভিযুক্ত নুর বলেন, ‘মেহেদী নামের ছেলেটির সঙ্গে বসে থাকা মেয়েটি আমার পূর্ব পরিচিত। তার সঙ্গে বসে থাকতে দেখে আমি তাকে মারধর করেছি।’

এ বিষয়ে ভুক্তভোগী মেহেদীর সঙ্গে বসে থাকা মেয়েটি বলেন, মেহেদী আমার ক্লাসমেট। তার সঙ্গে আমি বসে থাকতেই পারি। আমি অভিযুক্ত নুর নামের ওই ছেলেটিকে চিনি না। সে আমার অপরিচিত।

পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রক্টর লিয়াকত আলী তার প্রক্টরিয়াল বডি নিয়ে আসেন। এছাড়া চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেনও তার পুলিশ সদস্যদের নিয়ে আসেন। পরে উভয়পক্ষের সাথে কথা বলে অভিযুক্ত সুলতান মুহাম্মদ আন নুরকে আটক করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ক্লাস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে এক রাবি শিক্ষার্থীকে বহিরাগত একজন ছেলে মারধর করেছে। বিষয়টি খুবই দুঃখজনক। ছেলেটিকে আমরা চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। আশা করি পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এবিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন বলেন, আমরা এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করলে, আমরা শীঘ্রই নুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আরবিসি/১০ নভেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category