• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

সবার অংশগ্রহণমূলক ইউপি নির্বাচন চান বাদশা

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন যেন সবার অংশগ্রহণমূলক হয়, সেই প্রত্যাশা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, ‘দেশের জনগণ অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন দেখতে চায়। তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের দায়িত্ব।’

সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে ফজলে হোসেন বাদশা এ কথা বলেছেন। তিনি বলেন, ‘গ্রামের সাধারণ মানুষের কল্যাণে একজন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি প্রয়োজন। যোগ্য ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ত্বরাণি¦ত হবে। আর এ ধরনের জনপ্রতিনিধি তখনই পাওয়া যাবে যখন মানুষ নির্দিধায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তাই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।’

বিবৃতিতে রাজশাহী সদর আসনের এই সংসদ সদস্য বলেন, ‘ইউপি নির্বাচনে কোন প্রার্থী একক প্রভাব বিস্তার করলে গ্রামে গ্রামে বিশৃঙ্খলা দেখা দেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। ভোটের প্রতি মানুষের আস্থাও হারিয়ে যাবে। তাই নির্বাচন কমিশনের উচিত হবে জনগণের আস্থা ধরে রাখার জন্য সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন আয়োজন করা।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্র্টি সবার অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে উল্লেখ করে ফজলে হোসেন বাদশা বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন হলে নির্বাচিত ইউপি চেয়ারম্যানেরা মানুষের সম্মানের পাত্র হবেন। নইলে তার বিপরীত। একটি গ্রহণযোগ্য নির্বাচন সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল করবে। তাই ওয়ার্কার্স পার্টি শান্তিপূর্ণ পরিবেশে সবার অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য নির্বাচনই প্রত্যাশা করছে।’

আরবিসি/০৮ নভেম্বর/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category