স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে একমাস আগে চালক আবদুল কাদেরকে গলাকেটে হত্যার পর অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু, মোবাইল ফোন, ও ছিনতাই হওয়া অটোরিক্সার যন্ত্রাংশ উদ্ধার হয়।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপাড়ার রবিউল ইসলামের ছেলে আল-আমিন (২১), বাঘার আনদাহো গ্রামের নূর ইসলামের ছেলে জনি (২১) ও নাটোর জেলার লালপুর থানার মহরকয়া গ্রামের দিরাজ মন্ডলের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, গত ৭ অক্টোবর রাত ১ টায় নগরীর সাগরপাড়া এলাকায় অটোরিক্সা চালককে হত্যা করে লাশ ড্রেনে ফেলে রাখা হায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল রিপোর্ট প্রস্তুতের সময় লাশের পকেটে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে পরিচয় সনাক্ত করেন। জানা যায়, সে রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মৃত কবেজ প্রামানিকের ছেলে কাদের (৫৫)। এ হত্যান্ডের ঘটনায় কাদেরের ছেলে সাইফুল ইসলাম বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন।
মামলার পর ঘটনার জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারসহ মামলার রহস্য উদঘাটন করার নির্দেশ পেয়ে ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। এরপর আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামীদের সনাক্ত করা হয়। প্রেক্ষিতে শনিবার দিবাগ রাতে
অভিযান পরিচালনা করে অভিযুক্ত আল-আমিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সহযোগী অপর আসামী জনিকে বাঘা থেকে এবং নাটোর লালপুর থেকে অটোরিক্সার যন্ত্রাংশসহ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
আরবিসি/০৭ নভেম্বর/ রোজি