স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওয়ার্কার্স পাটির এক কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে নগরীর রাণীনগর সিটি হাসপাতাল এলাকায় বাড়িতে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করা হয়।
নিহতের নাম পিয়ারুল ইসলাম ওরফে পিরু (৩৫)। তিনি মৃত কোরবান আলীর ছেলে। পিয়ারুল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন দলটির মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, সন্ধ্যায় এলাকার কিছু যুবকের সঙ্গে পিয়ারুলের কথা কাটাকাটি হয়। এরপর পিয়ারুল বাড়িতে চলে যান। রাত ৯টার দিকে কয়েকজন যুবক বাড়িতে ঢুকে তাঁর পেটে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার জন্য পিয়ারুলকে বাড়ি থেকে রাস্তায় নেওয়ার পরপরই তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, এ ঘটনার পর এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এরা হলো, নগরীর বোয়ালিয়া মডেল থানার রাণীনগরের হাসিবুলের ছেলে শিমুল (২১) ও সাধুর মোড়ের তারিকের ছেলে সোহানুর রহমান সোহান (২২)।
পুলিশ জানায় রাতেই পিয়ারুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পিয়ারুলের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানিয়েছেন ওসি নিবারন চন্দ্র বর্মন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, ইতোপূর্বে আসামী শিমুল ও তার অন্যান্য সহযোগীরা পিয়ারুলকে মেরে পা ভেঙ্গে দিয়েছিল। সেই ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু হয়। মূলত: ওই মামলাকে কেন্দ্র করে আসামীরা পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে পিয়ারুলকে হত্যা করে।
আরবিসি/০৭ নভেম্বর/ রোজি