• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে চরম ভোগান্তিতে মানুষ

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : দ্বিতীয় দিনের মত রাজশাহীতে চলছে পরিবহন ধর্মঘট। হটাৎ বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন দুপাল্লার যাত্রীরা। হালকা যানবাহনে আন্ত:রুটে যাত্রীরা চলাচল করলেও দুপাল্লার যাত্রীরা পড়েছেন বেকায়দায়। শনিবার সকাল থেকে ভিড় বেড়েছে রেল স্টেশনে।

ডিজেলের দাম বৃদ্ধির কারণে গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছে রাজশাহীর পরিবহন মালিক-শ্রমিকরা। ফলে ঢাকা কোচসহ দুরপাল্লা ও আন্ত:জেলার সকল রুটে বাসহ সকল পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ডিজেলের দাম কমানো বা ভাড়া বৃদ্ধির বিষয়ে ঘোষণা না আাসা পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।

ডিজেল ও কেরসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। মাহাতাব হোসেন চৌধুরী বলেন, তেলের দাম বাড়ানো হলেও যানবাহনের ভাড়ার বিষয়ে কোন ঘোষণা আসানি। এ অবস্থায় আমরা বেশি ভাড়া নিতে চাইলে যাত্রীদের সাথে ঝামেলা হবে। তাই বাধ্য হয়ে বাস বন্ধ রাখতে হচ্ছে। ভাড়া বিষয়ে সিদ্ধান্ত আসার পর রাস্তায় যানবাহন নামানো হবে। এদিকে ব্যাপক সমসায় পড়েছে দূরপাল্লার যাত্রীরা। ছোট ছোট যানবাহন গুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে যাত্রীদের কাছে থেকে।

আরবিসি/০৬ নভেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category