রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের রাখা ৫০টি শেল্ফের বই উল্টে পড়ে গেছে। শনিবার বেলা ১২টায় গ্রন্থাগারের রিডিং রুমে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী অনিকুজ্জামান জানান, রিডিং রুমের উত্তর-পূর্ব কোনার একটি শেল্ফ তার দিয়ে বাঁধা না থাকায় বইয়ের ভাড়ীতে উল্টে পড়ে। এতে সে সারিতে থাকা প্রায় ৫০টি বুক শেল্ফ একে একে উল্টে পড়ে যায়।
জানতে চাইলে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক ড. এম হাবিবুর রহমান বলেন, গ্রন্থাগারের রিডিং রুমে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। শেল্ফগুলো তুলে আবার বইগুলো গুছিয়ে রাখা হচ্ছে।
আরবিসি/০৬ নভেম্বর/ রোজি