স্টাফ রিপোর্টার : রাজশাহীতে A24 নিউজ এজেন্সির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে A24 নিউজ এজেন্সির বাংলাদেশ ইনচার্জ এএইচ আহম্মেদ বি. সরকার, বাংলা টিভি’র রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ, নিউজ এজেন্সির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি অজয় ঘোষ, সাংবাদিক সানোয়ার রহমান, তোফায়েল ইসলাম, রায়হান ইসলাম, মোহাম্মদ আলী , শফিকুল ইসলাম, সোয়ানুর রহমান সোহাগসহ অনেকে উপস্থিত ছিলেন।
A24 নিউজ এজেন্সির বাংলাদেশ ইনচার্জ এ.এইচ.আহম্মেদ বি. সরকার বলেন, বাংলাদেশে নিউজ নতুন ভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের বিভিন্ন বিভাগে গিয়ে আমরা মতবিনিমিয় সভার মাধ্যেমে প্রচারণা করছি। আশা করছি আমাদের নিউজ এজেন্সি খুব তাড়াতাড়ি ব্যাপক প্রসার ঘটবে।
আরবিসি/০৫ নভেম্বর/ রোজি