আরবিসি ডেস্ক: রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম টানা পঞ্চম মাসেও বাড়ানো হল; এই দফায় কেজিতে দাম বাড়ল ৪ দশমিক ২৯ শতাংশ। সরকার ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর পরদিন বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি এলপিজির দাম পুনর্র্নিধারণের কথা জানায়। তাতে নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম সাড়ে চার টাকা বাড়িয়ে মূসকসহ ১০৯ টাকা ৪২ পয়সা করা হয়।
সে অনুযায়ী বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারে দাম দাঁড়াচ্ছে মূসকসহ ১৩১৩ টাকা যা অক্টোবর মাসে ছিল ১২৫৯ টাকা এবং সেপ্টেম্বর মাসে ১০৩৩ টাকা। তার আগে অগাস্ট মাসে ৯৮৬ টাকা, জুলাই মাসে ৮৯১ টাকা এবং জুন মাসে ৮৪২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল
আরবিসি/০৪ নভেম্বর/ রোজি