• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হলেন কবিতা

Reporter Name / ১২০ Time View
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ১ লাখ ১০ হাজার ৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন অফিসার মো. ফরিদুল ইসলাম।

সহকারী রিটানিং অফিসার ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামছুজ্জোহা এ তথ্য নিশ্চিত করে জানান, ১৬০টি কেন্দ্রের সবক’টির ফলাফলে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মেরিনা জাহান কবিতা ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোক্তার হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৩৫ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির মোটরকার প্রতীকে পেয়েছেন ৩৪৩ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৭৮০টি। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৪৫৮টি। ভোট দেওয়ার হার শতকরা ২৬.৪৯%।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ১৬০টি ভোটকেন্দ্রেই প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে জানান জেলা নির্বাচন অফিসার মো. শহীদুল ইসলাম।

গত ২ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরবিসি/০২ নভেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category