• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের কাছেও হারলো ভারত

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

আরবিসি ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হেরে সুপার টুয়েলভ শুরু করা ভারত নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় পায়নি। কিউইদের বোলিং তোপে ধুঁকতে থাকা ভারতীয়রা নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১১০ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে ৩৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় কিউইরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৩১ অক্টোবর) ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও বেশিক্ষণ থিতু হনে পারেননি কিউই ওপেনার মার্টিন গাপটিল। চতুর্থ ওভারে বুমরাহর বলে ক্যাচ তুলে ব্যক্তিগত ২০ রান করে বিদায় নেন তিনি। এরপর ব্যাট করতে নামা উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ড্যারিয়েল মিচেল। তবে দলকে জয়ের খুব কাছে নিয়েও অর্ধশতকের ১ রান আগে উইকেট হারান তিনি। ৩ ছয় ও ৪ চারে ৩৫ বলে ৪৯ রান করে বিদায় নেন এ ব্যাটার।

শেষদিকে এসে ঝড়োগতিতে ব্যাট করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩১ বলে ৩৩ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। ২ রান নিয়ে অপরপ্রান্তে অপরাজিত থকেন ডেভন কনওয়ে।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে ভারত। তবে দলে জায়গা করে নিয়েও সুবিধে করতে পারেননি ইশান কিশান। ট্রেন্ট বোল্টের বলে ড্যারিয়েল মিচেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত ৪ রানে সাঝঘরে ফেরেন তিনি। কিশানের বিদায়ের পর পাওয়ার প্লের শেষ ওভারে উইকেট হারান আরেক ওপেনার কেএল রাহুল। টিম সাউথির বলে মিচেলের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন তিনি।

দুই ওপেনারের বিদায়ের পর ব্যাট করতে নেমে প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন রোহিত শর্মা। ইশ শোধির বলে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ দিয়ে উইকেট হারান তিনি। ব্যক্তিগত ১৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এ ব্যটার। এরপর বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক কোহলিও। শোধির দ্বিতীয় শিকার হন তিনি। ব্যক্তিগত ৯ রান করে সাঝঘরে ফেরেন এ ব্যাটার।

অধিনায়কের বিদায়ের পর দলকে বেশিক্ষণ টানতে পারলেন না রিশব পন্তও। অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১২ রানে বিদায় নেন তিনি। এরপর ইনিংস লম্বা করতে যেয়েও শেষদিকে উইকেট হারান হারদিক পান্ডিয়া। ২৪ বলে ২৩ রান নিয়ে ট্রেন্ট বোল্টের শিকার হন তিনি। দুই বল পরেই ডাক মেরে বিদায় নেন শার্দুল ঠাকুর। শেষদিকে কিউইদের দুর্দান্ত বোলিংয়ে ১১০ রানেই থামে ভারতীয়দের ইনিংস। ১ ছয় ও ২ চারে ১৯ বলে দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা।

নিউজিল্যান্ডের হয়ে ২০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। ১৭ রান খরচায় ২ উইকেট নেন ইশ সোধি।

আরবিসি/৩১ অক্টোবর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category