স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত্বরা। শনিবার দিবাগত রাতে ইউনিয়নের লালপুর বাজারে নৌকার প্রার্থী ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যার আবুল কাশেমের নির্বাচনী অফিসে দুবৃর্ত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে অফিসে থাকা ভোটের পোষ্টার, ব্যানার ও কয়েকটি চেয়ার পুড়ে গেছে।
এ ঘটনায় নৌকার প্রার্থী আবুল কাশেম বাদি হয়ে রবিবার সকালে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে উপজেলা নির্বাচন অফিস, রিটানিং অফিসার তালন্দ ইউপি, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও তানোর থানায় লিখিত অভিযোগ করেন। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নৌকার প্রার্থী ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার আবুল কাশেম বলেন, আমার প্রতীপক্ষরা এলাকায় সুষ্ঠুভাবে ভোট হোক এটা চাইছে না। তারা এলাকার জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছে। তারায় নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে। রাতের আধারে আমার পোষ্টার ছিড়ে ফেলছে।
প্রসঙ্গত তালন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদে চার জন লড়ছেন। এরা হলেন, তালন্দ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আ’লীগের প্রার্থী আবুল কাশেম (নৌকা), তালন্দ ইউনিয়ন আ’লীগের সভাপতি রাজিমুদ্দীন বাবু (আনারস), রইশ উদ্দীন বাচ্চু (মটরসাইকেল ও জামায়াতের প্রার্থী আক্কাশ আলী (চশমা)। এ উপজেলার সাতটি ইউনিয়নে আগামী ১১ নবেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তানোর উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, নির্বাচনী অফিস আগুন লাগিয়ে দেয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। যারা এ কাজটি করেছে তারা সুষ্ঠ ভাবে ভোট হোক এটা চাই না। তবে আমারা বিষয়টি গুরুত্বসহকারে দেখবো।
তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরবিসি/৩১ অক্টোবর/ রোজি