স্টাফ রিপোর্টার : শনিবার মহান জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হলো বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভা। সভায় যোগদান করতে ট্রেন যোগে রাজশাহী থেকে ঢাকায় পৌঁছান উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংসদের মেম্বার্স ক্লাবে সভা শুরুর আগেই সকাল ১০ টায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরের বাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য, দলীয় চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অংগ সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাবে প্রথম বারের মতো বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভাকে কেন্দ্র করে দলীয় নেতৃবৃন্দের মাঝে বিরাজ করেছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
মহান জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় কার্যকরী কমিটির বিশেষ এই মাসিক সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদরে চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পুঠিয়া-দূর্গাপুর আসনের এমপি ডা: মনসুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, বাগমারা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা লীগের সভাপতি কোহিনুর বেগম প্রমূখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত বিশেষ এই সভা দলে যোগ করেছে ভিন্নমাত্রা।
আরবিসি/৩০ অক্টোবর/ রোজি