আরবিসি ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল খেলা। তবে সেই লক্ষ্য পূরণে দুর্গম পথই পাড়ি দিতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।
সুপার টুয়েলভে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ-‘১’ এ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে লড়তে হবে টাইগারদের। বলাই বাহুল্য, স্বপ্নপূরণ বেশ কষ্টসাধ্য হবে বাংলাদেশের জন্য।
তবে ভালো শুরু বাংলাদেশকে রাখতে পারে কক্ষপথে। আর সেই শুরুটা পেতে আজ শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।
একটা সময় বাংলাদেশকে বলে-কয়ে হারাত শ্রীলঙ্কা। তবে দিন বদলেছে। ওয়ানডে ফরম্যাটে তো বাংলাদেশ এখন ফেবারিট হিসেবে মাঠে নামে। টি-টোয়েন্টিতে দুদলের সাম্প্রতিক মোকাবিলার ফলও বলছে, লঙ্কানদের বিপক্ষে টাইগাররা আজ এগিয়ে থেকেই মাঠে নামবে। শেষ দুই ম্যাচেই বাংলাদেশের জয় অন্তত সে কথাই বলছে।
যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। ১১ দেখায় লঙ্কানদের ৭ জয়ের বিপরীতে টাইগাররা হাসি মুখে মাঠ ছেড়েছে ৪বার।
আরবিসি/২৪ অক্টোবর/ রোজি