• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
রাবির ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনের নানা মেয়াদে শাস্তি রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫ সার সঙ্কটে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আলুচাষ, দামও অতিরিক্ত রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ, দুই পক্ষের মীমাংসা স্থগিত কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ তনুর গ্রাফিতিতে পোস্টার সাঁটানো নিয়ে যা বললেন মেহজাবীন

এলো হেমন্ত

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : হেমন্ত এসেছে। সর্বত্রই যখন ভ্যাপসা গরম নিয়ে চর্চা হচ্ছে, চরম অস্বস্তি যখন জনজীবনে তখন পরিবর্তনের বার্তা নিয়ে এলো হেমন্ত। আজ ১ কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ। প্রিয় ঋতু শুরুর দিন।

ষড়ঋতুর বাংলাদেশে দুই মাস পর পর রূপ বদলায় প্রকৃতি। সে হিসেবে কখনও গরম। কখনও শীত। আর তার মাঝের সময়টা হেমন্ত। কার্তিক অগ্রহায়ণ দুই মাস হেমন্তকাল। শীত নয়, তবে শীতের বাহন বলা হয় হেমন্তকে। বর্তমানে বৃষ্টি নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। এর ফল ভ্যাপসা গরম। তাপ বিকিরণ প্রক্রিয়ায় রাতেও ঠা-া হচ্ছে না প্রকৃতি। শনিবার দুপুর নাগাদ দেশের সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৮.২ ডিগ্রী সেলসিয়াস। তবে আবহাওয়াবিদদের মতে, এখন থেকে যত দিন যাবে ততই সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমতে থাকবে। পার্থক্য যত কমবে তত বাড়তে থাকবে শীত। নবেম্বরের পুরোটা এভাবে যাবে। ডিসেম্বর থেকে জোরে বইবে শীতের হাওয়া। এখনই অল্পস্বল্প শিশির ঝরতে শুরু করেছে। বাইরের জেলাগুলোতে তো বটেই, ঢাকায়ও শিশির ঝরছে। আর ভোর বেলায় কুয়াশা। সবুজ পাতার গায়ে জমে থাকা শিশির বিন্দু স্বাগত জানাচ্ছে হেমন্তকে।

অবশ্য হেমন্তের প্রথম মাস কার্তিকের এক রূপ। পরেরটির রূপ অন্য। এক সময় হেমন্তের প্রথম মাসটি ছিল অনটনের। ফসল হতো না। বিভিন্ন অঞ্চলে খাদ্যাভাব দেখা দিত। সারাবছরের জন্য জমিয়ে রাখা চাল ফুরিয়ে যেত এ সময়ে এসে। ধানের গোলা শূন্য হয়ে যেত। কার্তিকের দুর্নাম করে তাই বলা হতো ‘মরা কার্তিক’। রবীন্দ্রনাথের কবিতায়ও দুর্দিনের উল্লেখ পাওয়া যায়। কবিগুরু লিখেছেন: শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান,/কাশ ঝরে যায় নদীর তীরে…। বর্তমানে কার্তিক আর মরা কার্তিক নয়। ফসলে সমৃদ্ধ বাংলাদেশ।

অগ্রহায়ণে মাঠের সোনালি ফসল কাটা শুরু হয়। দেখতে দেখতে গোলা ভরে ওঠে কৃষকের। হেমন্তের বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের মন মাতানো ঘ্রাণ। বাড়ির আঙ্গিনা নতুন ধানে ভরে ওঠে। কৃষক বধূ ধান শুকোতে ব্যস্ত হয়ে পড়ে। প্রতি ঘর থেকে আসে ঢেঁকিতে ধান ভানার শব্দ।

তবে যত দিন যাচ্ছে ততই বদলে যাচ্ছে দৃশ্যপট। এখন শস্যের বহুমুখীকরণের ফলে মোটামুটি সারাবছরই ব্যস্ত থাকতে হয় কৃষককে। নানা ফসল ফলান তারা। আয় রোজগারও বেশ। পাশাপাশি এখন কার্তিক মাসেই হৃষ্টপুষ্ট হয়ে ওঠে আগাম আমন ধানের শীষ। পাকা ধান কাটা শুরু হয়ে যায়। ঠিক এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে চলছে আগাম আমন ধান কাটার উৎসব। বিশেষ করে উত্তরাঞ্চলে মহাধুমধামে চলছে ফসল কাটা ও মাড়াইয়ের কাজ।

আরবিসি/১৭ অক্টোবর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category