আরবিসি ডেস্ক : কাতার বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ সময় শুক্রবার (১৫ তারিখ) ভোরে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ভোর সাড়ে ৫টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অপর ম্যাচে ভোর সাড়ে ৬টায় উরুগুয়ের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিল।
প্যারাগুয়ের বিপক্ষে ড্র করলেও পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করে মেসিবাহিনী। সোমবারের (১১ অক্টোবর) ম্যাচটিতে উরুগুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরে আলবেসিলেস্তারা।
অপরদিকে একইদিনে ব্রাজিলের টানা ৯ ম্যাচের জয়যাত্রা থামিয়ে দিয়েছে কলম্বিয়া। ড্র নিয়ে সেদিন মাঠ ছাড়লেও আগামীকাল শুক্রবার উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরতে চায় নেইমারবাহিনী। দুই দলই জেতার জন্য অনুশীলন করে যাচ্ছে।
বিশ্বকাপ বাছাইপর্বে এখনও পরাজয়ের স্বাদ পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ১০ ম্যাচ খেলে ৮ জয় ও ১ ড্র’য়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সেলেকাওরা। ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচে হার দেখেনি। ১০ ম্যাচ খেলে ৬ জয় ও ৪ ড্র’য়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আরবিসি/১৪ অক্টোবর/ রোজি