• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

দেশের ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

আরবিসি ডেস্ক : তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন অনুষ্ঠিত হবে ১০ পৌরসভার নির্বাচনও।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি এই নির্বাচনগুলোর তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী এবারের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় তৃতীয় ধাপের নির্বাচনের দিন-তারিখ ঠিক করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, পাবলিক পরীক্ষা, এসএসসি ও এইচএসসির সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করেছি। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না বলে মনে করি। ভোটের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। শিক্ষকরাও অনেকে ভোটের দায়িত্বে থাকেন।

প্রসঙ্গত, প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপিতে ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে ১১ নভেম্বর। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের নির্বাচন ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছে ইসি।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

আরবিসি/১৪ অক্টোবর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category