• সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

দেশে টিকার আওতায় এলো আরও প্রায় ৫ লাখ মানুষ

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

আরবিসি ডেস্ক : দেশে এ পর্যন্ত মোট টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৪১ লাখ ১৯ হাজার ২৪৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ১৭৪ ডোজ। এখনও পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৯৪৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৩০০ জন। আর শনিবার (৯ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৭০৮ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ১৩৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৫০ জনকে।

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ হাজার ৮৪২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯২ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ১৯ হাজার ৭৪০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৪১ হাজার ৬৫৫ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ৪ হাজার ৮০৮ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৩৮৩ জনকে।

এছাড়া সারাদেশে টিকার জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ২৭ লাখ ৫০ হাজার ১২৬ জন।

আরবিসি/০৯ অক্টোবর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category