• সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি জানালেন প্রধান উপদেষ্টা ভাইরাল ‘বিয়ের ছবি’ নিয়ে যা বললেন তাহসান সারাদেশে ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে রাবি শিক্ষকের অশালীন মন্তব্য ভাইরাল রাজশাহীতে অপহৃত নারী চিকিৎসকের সন্ধান মেলেনি ফের রিমান্ডে রাজশাহীর সাবেক এমপি আসাদ এবার হইচইয়ের অভিযোগে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে শোকজ রাজশাহীতে নারী চিকিৎসককে বাসা থেকে অপহরণ রাজশাহীতে ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ রাজশাহী পুলিশ লাইনস্ স্কুলে শিক্ষার্থীদের রোষানলে পুলিশ

দূর্গাপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৮ সদস্যের অভিযোগ

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

স্টাফ রপর্িোটার : রাজশাহীর দূর্গাপুর উপজেলার ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নের চেয়ারম্যান আফসার আলী মোল্লার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। অনাস্থা, অনিয়ম, দুর্নীতি ও তার অসদাচরনের অতিষ্ঠ হয়ে ইউপির সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ ৮ ইউপি সদস্য এ অভিযোগ করেন। তারা স্থানীয় সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইউপির ৯টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ডের ইউপি সদস্যরা।

চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগকারিরা হলেন, কিসমত গনকৈড় ইউপির ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহের আলী, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান, ১,২,৩ নং সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছা নাছিমা বেগম, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আযম আলী, ৪,৫,৬ নং সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছা ফরিদা বিবি, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম আলী সরদার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন আলী প্রাং ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল সরকার।

লিখিত অভিযোগ ও ইউপি সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান আফসার আলী মোল্লার বিরুদ্ধে ভিজিএফ কার্ডের তালিকা অনিয়ম ও অর্থ নিয়ে কার্ড দেয়া। বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতি, ইউপির শরীক, এডিপি এবং ননওয়েজ কাজের কোন হিসাব নিকাশ ও মিটিং ইউপি সদস্যদের সাথে না করা।

ইউপির সকল কাজ নিজ গ্রামে নিয়ে গিয়ে করা। পরিষদে মিটিং ডেকে ফাঁকা খাতাই সাক্ষর করতে ইউপি সদস্যদের বাধ্য করা। কেউ স্বাক্ষর না করতে চাইলে তাকে মারপিট করার হুমকি দেন সব সময় চেয়ারম্যান আফসার ইউপি সদস্যদের।

চেয়ারম্যান আফসার আলীর বিরুদ্ধে সংরক্ষিত আসনের ইউপি সদস্য ফরিদা বিবি লিখিত অভিযোগে উল্লেখ করেন, ইউপিতে ভিজিডি কার্ড এসেছিলো ২৫৭টি। যার মধ্যে তাকে মাত্র ৩ টি দেন চেয়ারম্যান। এ বিষয় প্রতিবাদ করায় সকলের সামনে তাকে অপমান ও গালাগালি করে সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে হুমকি দেয় চেয়ারম্যান।

এছাড়া ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম সরদার চেয়ারম্যান আফসারের বিরুদ্ধে লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, চেয়ারম্যান দীর্ঘদিন যাবত তাকে হয়রানি করছেন। প্রজেক্ট দিলে চেয়ারম্যান প্রজেক্টে স্বাক্ষর দিতে চাইনা। ভিজিএফসহ বিভিন্ন কার্ড ইউপি সদস্যদের তালিকা কেটে তিনি তালিকা করেন এবং বিধবা, বয়স্ক ভাতার কার্ডে ইউপি সদস্যদের ফরমে স্বাক্ষর করতে চায় না। ইউপির বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করেন ইউপি সদস্যদের।

এছাড়াও শরিক, এডিপি, ননওয়েস্টকষ্ট, ভিজিডি, মার্তৃকালীন, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা বিতরনে অনিয়ম ও ইউপি সদস্যদের অমূল্যায়ন করেন। চেয়ারম্যান আফসারের প্রতি অনাস্থা, এডিপি, এলজিএসপি, ভিজিএফ প্রকল্পে দূর্নিতি অনিয়ম করে অর্থ আত্বসাতসহ নানান অভিযোগ এসব ইউপি সদস্যদের। এমনকি ইউনিয়ন পরিষদের প্রতিদিন চা আপ্যায়ন খরচ বাবদ পরিষধের অর্থ তহবিল থেকে ২ হাজার টাকা করে কেটে নিয়ে সেই অর্থ আত্মসাত করেন চেয়ারম্যান।

বিভিন্ন প্রকল্পে চেয়ারম্যান তার ক্যডারবাহীনি দিয়ে এসব প্রকল্পে অনিয়ম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এসব বিষয় কোন ইউপি সদস্য চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তাকে বিভিন্ন হুমকির কবলে পড়তে হয়। হতে হয় চেয়ারম্যনের ক্যডারবাহিনীর হাতে লাঞ্চিত। ইউপি সদস্যদের প্রতিটি কাজের বাধা সৃষ্টি, অশ্লিল ভাষায় গালাগালি, তার ক্যডারবাহীনি নিয়ে পরিষদে অবস্থান করে ইউপি সদস্যদের হুমকির মুখে রাখেন যেন তার কাজে বাধা না থাকে বলেও অভিযোগ করেন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আযম আলী।

অভিযোগে আরো বলা হয়েছে, ইউনিয়নে দুস্থ মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড করতে গেলে প্রতি জনকে অর্থের বিনিময় এসব সেবা নিতে হয়। এছাড়া চেয়ারম্যনের বিরুদ্ধে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া, বিভিন্ন কাজে ঘুষ গ্রহন ও সাধারণ মানুষকে মৃত্যু সনদ, ওয়ারিশান সনদ সংগ্রহ করতে গেলে ১০০ টাকা করে অর্থ আদায়সহ বিভিন্ন কাজে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষ কে।

অভিযোগে আরো উল্লেখ করেন, কোন ইউপি সদস্যদের তোয়াক্কা না করে ইউপি সদস্যদের হুমকি দিয়ে চেয়ারম্যান বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছি, আমার চাইতে বড় নেতা কে আছে। আমিই সবকিছুর অধিকারী, আমিই সবচাইতে বড় নেতা। আমি যা বলি ইউপি সদস্যরা সেই কথা নিরবে মেনে যাও। না হলে অসুবিধা আছে এবং কথায় কথায় ইউপি সদস্যদের মারার হুমকি দেন চেয়ারম্যান আফসার আলী বলেও অভিযোগ করেন।

এছাড়া অভিযোগ রয়েছে, গত উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে সে আ.লীগের বিদ্রহী প্রার্থী ঘোড়া প্রতীকের পক্ষে সক্রিয় ভাবে কাজ করেছে। ওই সময় নির্বাচনে আচরন বিধি ভঙ্গকরার অপরাধে অন্যরা গ্রেপ্তার হলেও আফসার আলী চেয়ারম্যান পালিয়ে বেচেঁ যায়।

সাম্প্রতিক পুকুর লিজের ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ২ নং কিসমত গনকৈড় ইউপি চেয়ারম্যন আফসার আলী মোল্লার বিরুদ্ধে। গত ২ আগস্ট দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর বাজারে সেই টাকা আদায় করার জন্য পাওনাদার কালাম নামের এক ব্যবসায়ী চেয়ারম্যনকে আটকে রাখে। পরে চেয়ারম্যন ৯৯৯ নাম্বারে ফোন করলে দূর্গাপুর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনাটি বিভিন্ন গনমাধ্যমেও প্রকাশ হয়েছে। এছাড়া ইউনিয়নের ভুমিহীন মানুষের জন্য বরাদ্দকৃত খাস জমি নিজের নামে লিজ করে নেন চেয়ারম্যান।

পরে সেই লিজকৃত জমির ভূমির পরিবর্তন করে দখল করেন তিনি। এ ঘটনায় ভূমি দস্যু হিসাবে চিনহৃত হয়ে বিতর্কিত হন চেয়ারম্যান এলাকাবাসীর কাছেও।

এ বিষয় দূর্গাপুর ২ নং ইউপি চেয়ারম্যান আফসার আলী বলেন, এসব অভিযোগ মিথ্যা। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। রাজনৈতিক ভাবে আমার সম্মান ক্ষুন্ন করতে এসব অপপ্রচার করছে আমার বিরুদ্ধে।

দূর্গাপুর-পুঠিয়ার সংসদ সদস্য ডা মুনসুর রহমান এ বিষয়ে বলেন, তার বিরুদ্ধে বহু অভিযোগ। এসব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরবসি/ি০৯ অক্টোবর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category