স্টাফ রিপোর্টার : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
যার মধ্যে রাজশাহী জেলার রয়েছে ১৬টি ইউনিয়নের। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় নয়টি ও তানোরে সাতটি ইউনিয়ন।
এসব ইউনিয়নের মধ্যে গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন মাসিদুল গনি, মোহনপুরে খাইরুল ইসলাম, পাকড়ী ইউনিয়নে জালাল উদ্দিন, রিশিকুলে শহিদুল ইসলাম, গোগ্রামে মজিবুর রহমান, মাটিকাটা ইউনিয়নে শহিদুল করিম শিবলী, দেওপাড়ায় বেলাল উদ্দিন, বাসুদেবপুরে শফিকুল ইসলাম ও চর আষাড়িয়াদহ ইউনিয়নে শহীদুল্লাহ।
অপরদিকে, তানোর উপজেলার কমলা ইউনিয়নে মাইনুল ইসলাম, বাধাইড়ে আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়নে আব্দুল মতিন, সরনজাই ইউনিয়নে মো, মালেক, তালন্দ ইউনিয়নে আবুল কাসেম, কামারগাঁয় ফজলে রাব্বী মিঞা ও চান্দুড়িয়ায় মজিবর রহমান।
আরবিসি/০৭ অক্টোবর/ রোজি