স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল জামান।
তিনি টিফিন ক্যারিয়ার প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭১৯ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ঠেলাগাড়ি প্রতীকে একেএম রাশেদুল হাসান টুলু ১ হাজার ৫৫১ ভোট, রেডিও প্রতীকে শামিমুর রহমান ৯১১ ভোট, করাত প্রতীকে সাইফুল্লাহ শান্ত ৪৭ এবং ঘুড়ি প্রতীকে সোহরাব হোসেন বাবু ৩৮ ভোট পেয়েছেন।
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়ার্ডটিতে মোট ভোটার ৮ হাজার ৯৩৭ জন। এরমধ্যে ৬ হাজার ২৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চারটি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়।
বেলা ১২টার দিকে হোসনীগঞ্জ এলাকায় ভোটকেন্দ্রের সামনে এক প্রার্থীর সমর্থকেরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। এর বাইরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ হয়েছে। গত ২৪ জুলাই ওয়ার্ডের কাউন্সিলর রেজাউন নবী দুদু মারা যাওয়ায় এই উপনির্বাচন হলো।
আরবিসি/০৭ অক্টোবর/ রোজি