স্টাফ রিপোর্টার : ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ এনে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনের মেয়র পদের নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদাউস। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় ফেসবুক লাইভে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। জান্নাতুল ফেরদাউস এ পৌরসভার প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর স্ত্রী। তার প্রতীক নারিকেল গাছ।
এদিকে রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঢ়টনা ঘটেছে। এসময় পুলিশ লাঠিচার্জ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে ও রাসিকের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী পৌর মেয়র পদে ভোট বর্জনের ঘোষানা দিয়ে জান্নাতুল ফেরদাউস অভিযোগ করেন, সকাল থেকেই ভোট কেন্দ্রে একমাত্র নৌকার এজেন্ট ছাড়া নাকিকেল গাছ প্রতীকের ও মোবাইল ফোন প্রতীকের এজেন্টদের ভোট কেন্দ্রে থাকতে দেওয়া হচ্ছে না। তাদের বের করে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ভোটের প্রচার প্রচারণা শুরু হবার পর হতেই প্রচার প্রচারণায় বাধা প্রদান, মিথ্যা মামলা, মাইকিং ভাংচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলেই তিনি বর্জন করলেন। এর আগে বুধবার আরেক স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দেন। নির্বাচনে তাঁর প্রতীক জগ। আমিনুল ইসলাম পৌরসভার সাবেক মেয়র। তিনি জামায়াতের নেতা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই ভোটে অংশ নেওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। তবে নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগ তুলে তিনি ভোট বয়কট করেছেন বলে জানিয়েছেন।
এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনের হোসেনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী একেএম রাশিদুল হাসান টুলুর সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১ টায় শেখপাড়া এলাকার হোসেনিগঞ্জ বালক বালিকা সরকারি প্রথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এই ওয়ার্ডের ৪টি ভোট কেন্দ্র ভোট গ্রহণ চলছে। এর পরবর্তীতে আর কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভাইবেই ভোট গ্রহণ হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেন্দ্রে ও নির্বাচন এলাকায় পরিবেশ ঠিকরাখতে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা কাজ করছে।
আরবিসি/০৭ অক্টোবর/ রোজি