আরবিসি ডেস্ক : আনুষ্ঠানিকভাবে জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। সোমবার নতুন সরকারপ্রধান হিসেবে তাকে অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
গত সপ্তাহেই জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হন ৬৪ বছরের ফুমিও কিশিদা। মূলত এর মধ্য দিয়েই তার প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়।
দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর স্বল্পভাষী ফুমিও কিশিদা বলেন, আমাদের জাতীয় সংকট চলছে। করোনাভাইরাস মোকাবিলায় জোরালো প্রতিশ্রুতি নিয়ে কঠোর পরিশ্রম করে যাওয়া উচিত। এই বছরের শেষ নাগাদ বিশাল বাজেটের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করা দরকার।
বিবিসি-র খবরে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদাকে মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার হুমকির মতো নানা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
আরবিসি/০৪ অক্টোবর/ রোজি