• মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
এবার হইচইয়ের অভিযোগে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে শোকজ রাজশাহীতে নারী চিকিৎসককে বাসা থেকে অপহরণ রাজশাহীতে ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ রাজশাহী পুলিশ লাইনস্ স্কুলে শিক্ষার্থীদের রোষানলে পুলিশ আরএমপির অভিযানে দুই ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ১২ রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না : রাজশাহীতেভোক্তার ডিজি রাজশাহীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ‘অন্তর্বর্তী সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ মেনে নেবে না’-রাজশাহীতে রুহুল কবির রিজভী রাজশাহীর প্রথম নারী এসপি ফারজানা ইসলাম থার্টি ফার্স্টে নাইটে আতশবাজি শাস্তিযোগ্য অপরাধ, বিরত থাকার অনুরোধ

রাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে রেলওয়ের বিশেষ উদ্যোগ

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ২ অক্টোবর, ২০২১

আরবিসি ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় সামনে রেখে চলাচল নির্বিঘ্ন করতে উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে রাজশাহী-ঢাকা ও রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী সিল্কসিটি ও তিতুমীর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

জানা গেছে, রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী সিল্কসিটি এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ রোববার। তবে আগামী ৩ অক্টোবর (রোববার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় এদিন যথা নিয়মে চলাচল করবে ট্রেনটি। এছাড়া রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন বুধবার। একই কারণে আগামী ৬ অক্টোবর চলাচল করবে ট্রেনটি।

পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ এ তথ্য নিশ্চিত করে জানান, বন্ধের দিন ট্রেন চালানোর পাশাপাশি ২ অক্টোবর থেকে বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি করে শোভন চেয়ার কোচ যুক্ত থাকবে। এছাড়া ২ অক্টোবর থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি স্লিপার কোচ এবং একটি শোভন চেয়ার কোচ যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। এতে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তি কমাবে। সেই-সঙ্গে পরিবহন ব্যয়ও কিছুটা কমবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ৪ অক্টোবর। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন ৩ শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা; দুপুর ১২টা থেকে বেলা ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার তিন ইউনিটে মোট পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার। ৩ শিফটে ১৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন বলে জানা গেছে।

আরবিসি/০২ অক্টোবর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category