• সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

দেশে সাড়ে চার মাসে সর্বনিম্ন শনাক্ত

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ২ অক্টোবর, ২০২১

আরবিসি ডেস্ক : প্রায় সাড়ে চার মাস পর দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত ছয়শর নিচে নামলো। এর আগে গত ১৭ মে একদিনে ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৮৯ জন শনাক্ত হওয়ার বিপরীতে মৃত্যু হয়েছে ২৪ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৫৫ জনে।

নতুন শনাক্তের ফলে দেশে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জনে।

শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কোভিড ইউনিট) ড. মুহাম্মদ ইউনুস স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জনে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথমবার করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর দেয় আইইডিসিআর। ওই বছরের মে-জুন-জুলাইয়ে সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বাড়লেও ডিসেম্বরের দিকে তা শিথিল হয়ে আসে।

তবে এ বছরের মার্চ-এপ্রিলের দিকে আবারও দেশে সংক্রমণ বাড়তে থাকে। জুন-জুলাই মাসে দৈনিক আক্রান্ত-মৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। তবে আগস্টের মাঝামাঝি থেকে পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হতে শুরু করে। এরইমধ্যে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও খুলতে শুরু করেছে সরকার। জনজীবনেও এখন অনেকাংশেই স্বাভাবিকতা ফিরেছে।

আরবিসি/০২ অক্টোবর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category