আরবিসি ডেস্ক : টানা ৪৮ দিন বন্ধের পর আগামী সোমবার (৪ অক্টোবর) শিমুলিয়া-বাংলাবাজার রুটে থেকে ফেরি চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশেষজ্ঞ টিম দেশের গুরুত্বপূর্ণ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটটি পরিদর্শন শেষে পদ্মায় স্রোতের গতি ফেরি চলাচল উপযোগী মনে করেছেন। তাই সোমবার পরীক্ষামূলকভাবে এই নৌরুটে ফেরি চালু করার সিদ্ধান্ত হয়েছে।
শিমুলিয়া থেকে ফেরিগুলো বাংলাবাজার যাবে ১৩-১৪ বা ১৪-১৫ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে টার্গেট থাকবে ১৪-১৫ নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার। আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার সময় ১৯-২০ বা ২০-২১ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে টার্গেট থাকবে ১৯-২০ নম্বর খুঁটির মাঝখান দিয়ে চলা। আগামী সোমবার (৪ অক্টোবর) ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষামূলক ট্রিপ হবে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আরবিসি/০১ অক্টোবর/ রোজি