আরবিসি ডেস্ক : সাজসাজ রব উঠেছে রাশিয়ার জার শাসনামলের রাজধানী সেন্ট পিটার্সবার্গে। শুক্রবার এই শহরে শত বছর পর প্রথমবার রাজকীয়ভাবে বিয়ে হচ্ছে জার পরিবারের এক সদস্যের।
রয়টার্স জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের সেন্ট আইজাক ক্যাথেড্রালে জার পরিবারের সন্তান গ্র্যান্ড ডিউক জর্জ মিখালোভিচ রোমানভ ইতালির ভিক্টোরিয়া রোমানোভা বেত্তারিনির সঙ্গে বিয়ের গাঁটছাড়া বাঁধবেন।
বিয়ের জন্য সেন্ট পিটার্সবার্গকে বেছে নেওয়া প্রসঙ্গে ৪০ বছরের মিখালোভিচ বলেছেন, ‘রাশিয়ায় এটিই ছিল প্রথম স্থান যেখানে আমরা ফিরেছিলাম। এটা পরিবারের অনেক অনেক ঘনিষ্ঠ।’
উল্লেখ্য, ১৯১৮ সালের জুলাইয়ে বলশেভিক বিপ্লবীরা ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করে শেষ জার নিকোলাস দ্বিতীয়, তার স্ত্রী ও পাঁচ সন্তানকে। জার পরিবারের অন্য সদস্যরা বিপ্লবের আগেই ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।
আরবিসি/০১ অক্টোবর/ রোজি