স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনলাইন ভিত্তিক প্রশিক্ষনের আয়োজন করেন। যেখানে সার্বিক সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগ। বৃহস্পতিবার ভাচ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার বিষয় ছিলো রাজনৈতিক দলের গঠনতন্ত্র, সিডও সনদ এবং টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ( এসডিজি)। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চারমাস ব্যাপী স্ট্যাডিসারকেল এ সভার আয়োজন করে।
যেখানে রাজশাহী জেলা, মহানগরের আওয়ামী লীগ ও বিএনপির নারী নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দলের পক্ষ থেকে একটা প্রশিক্ষনের আয়োজন করা হয়। যেখানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ১৫তম ব্যচের ফেলো ও জেলা যুব মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী অঞ্চলের ম্যানেজার আসমা আখতার।
ভাচ্যুয়াল এ সভায় ১৪ জন নারী অংশ নেন। তারা বিভিন্ন মতামত তুলে ধরেন।
আরবিসি/৩০ সেপ্টেম্বর/ রোজি