• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজশাহীতে নানা আয়োজন, দীর্ঘায়ূ কামনা

Reporter Name / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : দীর্ঘায়ু কামনাসহ নানা আয়োজনে রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

জন্মদিন উপলক্ষে বেলা ১১টায় নগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়াস্থ পার্টি কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এসময় নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহসভাপতি শাহীন আক্তার রেনীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহনাগর ছাত্রলীলের উদ্যোগে রাজশাহীতে দিনব্যাপী প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের চলমান ও বাস্তবায়িত উন্নয়ন -অগ্রগতির আলোচিত্র প্রদর্শণ করা হয়।

এদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর অলোকার মোড়ে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, যুগ্ম-সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলুসহ নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।এছাড়া নগরীর লক্ষীপুরে পৃথক আয়োজন করে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। একই সঙ্গে জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে।

জেলার বাগমারায় উপজেলা আওয়মাী লীগের উদ্যোগে দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মিজানুর রহমান লিটনের সহযোগিতায় ফলদ, বনজ ও ঔষুধী বৃক্ষের চারা রোপন করা হয় এবং নেতৃবৃন্দের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবনীর উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার তানোর, পবা ও গোদাগাড়ীতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও নানা আয়োজনে দিবসটি উৎযাপন করা হয়।

রামেবির উদ্যোগে ‘স্মারক বৃক্ষ’ রোপন করা হয়েছে। রামেবির উপাচার্যের পক্ষে বৃক্ষ রোপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব। রামেবির অস্থায়ী কার্যালয়ে ৭৫টি বিভিন্ন প্রজাতির ঔষধী গাছ রোপন করা হয় এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেয়া করা হয়।

আরবিসি/২৮ সেপ্টেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category