• বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

জার্মানিতে জয়ের পথে মধ্য বামপন্থি দল এসপিডি

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : জার্মানির সাধারণ নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে থাকা মধ্য বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিই (এসপিডি) জয় পেতে যাচ্ছে বলে অনুমিত ফলাফলে ধারণা পাওয়া যাচ্ছে।

রোববারের এ নির্বাচনের পর বুথফেরত জরিপের অনুমিত ফলাফলে জয়ের আভাস স্পষ্ট হয়ে ওঠার পর এসপিডি দাবি করেছে, জনরায় স্পষ্টতই তাদের পক্ষে।

এর ফলে ২০০৫ থেকে ১৬ বছর ধরে মের্কেলের অধীনে চলা রক্ষণশীল শাসনের অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে। অবশ্য তার দল সিডিইউর প্রার্থী আরমিন লাশেট দাবি করেছেন, তারা এখনও সরকার গঠনে সক্ষম।

এসপিডি মোট ভোটের ২৬ শতাংশ পাওয়ার পথে রয়েছে আর মের্কেলের সিডিইউ/সিএসইউ রক্ষণশীল জোট ২৪ দশমিক ৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে বলে অনুমিত ফলাফলে দেখানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এখনও দুই দলই মনে করছে, তারা জার্মানির পরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। তবে ভোটের চূড়ান্ত ফলাফল পেতে আরও অপেক্ষা করতে হবে।

আরবিসি/২৭ সেপ্টেম্বর/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category