স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ওই শ্রমিকের নাম হেলাল উদ্দিন (২৪)। তিনি উপজেলার বড়বিহানালী ইউনিয়নের কহিতপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। হেলাল পাহাড়পুর গ্রামের একটি পোলট্রি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে ছয়টার দিকে হেলাল খামারে আসেন। খামারের ভেতরে ঢোকার সময় লোহার জালের মতো খামারের বেষ্টনীর সঙ্গে তাঁর শরীরের স্পর্শ লাগে। লোহার জালটি আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকায় হেলাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হেলালের চাচা রাকিব হোসেন বলেন, তাঁর শরীরের তিনটি স্থান পুড়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। শিয়ালসহ অন্য কোনো পশুর আক্রমণ থেকে রক্ষার জন্য খামারের চারপাশে জাল দিয়ে ঘিরে রাখা হয়। তবে ওই জাল কোনোভাবে বিদ্যুতায়িত হয়ে ছিল।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
আরবিসি/২৬ সেপ্টেম্বর/ রোজি