স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে দু’জনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এর আগের দিন করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছিল।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত দু’জনের বাড়িই রাজশাহীতে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
চলতি মাসে এ নিয়ে মোট ১৪৬ জনের মৃত্যু হলো। এর আগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২২ জন।
এদিকে, গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর দু’টি আরটি-পিসিআর ল্যাবে জেলার ২৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ।
আরবিসি/২৫ সেপ্টেম্বর/ রোজি