• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

যেকোন নির্বাচনে আ’লীগকে বিজয়ী করতে এমপি এনামুল হকের আহ্বান

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাগমারায় যুব মহিলা লীগ একটি শক্তিশালী ও গঠনমূলক সংগঠন। যুব মহিলা লীগ প্রতিটি নির্বাচন সহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুব মহিলা লীগের গুরুত্ব অনেক। তারা প্রতিটি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে সর্বদা প্রস্তুত থাকে। শনিবার সকালে যুব মহিলা লীগ বাগমারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা সহ উপজেলা যুব মহিলা লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের বেলুন উড়িয়ে দেয়া হয়। পরে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পারভীন আক্তারের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক আরও বলেন, একজন নেতার দায়িত্ব হচ্ছে নেতৃত্বের বিকাশ ঘটানো। পদ নিয়ে বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশ আওয়াম লীগ জাতির জনকের সংগঠন। সেই সংগঠনের সহযোগি সংগঠন হচ্ছে যুব মহিলা লীগ। যুব মহিলা লীগকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিজের সার্থে সংগঠন করে লাভ নেই। জনস্বার্থে সংগঠন করতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। সংগঠনের পদপদবী নিয়ে লাভ নেই। সংগঠনের গঠনতন্ত্র মেনে কাজ করতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, বাগমারা এক সময় ছিল সন্ত্রাসের জনপদ। যেখানে দিনের বেলায় লোকজন চলাচল করতে ভয় পেত। সেই বাগমারা আজ শান্তির জনপদে পরিনত হয়েছে। দক্ষ নেতৃত্বের ফলেই তা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভূমিকায় বাগমারার প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়ন ঘটেছে। জীবন মান উন্নত হয়েছে। এই অবস্থা ঘরে রাখতে চাইলে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই যেকোন নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতা এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গীস শেলী, সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, পারভিন খায়ের, নার্গিস মাহাতাব, শারমিন জাহান মেরি, সদস্য লুনা হুমায়ুন পারভীন, পারুল আক্তার মল্লিক প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অংশে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে প্রার্থীতা ঘোষণা করা হয়। একাধিক প্রার্থী না থাকায় গত কমিটির সভাপতি প্রভাষক শাহিনুর খাতুনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পারভীন আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা প্রদান করা হয়।

আরবিসি/২৫ সেপ্টেম্বর/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category