আরবিসি ডেস্ক : খুলনার ডুমুরিয়ায় পেছন থেকে ট্রাকের ধাক্কা খেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে চালকসহ চার আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১টার দিকে ডুমুরিয়ার পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় খুলনা-সাতক্ষীরা সড়কে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলে- ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), একই গ্রামের শরিফুল ইসলাম সরদার (২৫) ও তার স্ত্রী শিউলি বেগম (১৮) এবং রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৩২)। এদের মধ্যে ইলিয়াস ছিলেন চালক, বাকিরা যাত্রী।
ডুমুরিয়া থানার ওসি ওবায়দুর রহমান জানান, খুলনামুখী যাত্রীবাহী অটোরিকশাটিকে বালুভর্তি ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশের ডোবার মধ্যে পড়ে যায়।
“বালুভর্তি ট্রাকটি অটোরিকশার উপর পড়ায় সেটি পানির নিচে ডুবে যায়। সেখান থেকে কেউ বের হতে পারেননি।”
পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টার ওই চার জনের মরদেহ উদ্ধার করে।
ওসি ওবায়দুর বলেন, “দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকাল ৫টায় উদ্ধার কাজ শেষ হলে সড়ক খুলে দেওয়া হয়।”
ট্রাকের চালক খুলনার দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে রাকিব শেখকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আরবিসি/২৪ সেপ্টেম্বর/ রোজি