আরবিসি ডেস্ক : সারা দেশের কারাগারগুলোতে চিকিৎসকের যেসব পদ শূন্য রয়েছে সেগুলো দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বন্দিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়।
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জে আর খান রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আদালত প্রয়োজনীয় আরও চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে বলেছেন।’ তিনি বলেন, ‘সারা দেশের কারাগারগুলোতে মোট ১৪১ জন চিকিৎসক প্রয়োজন ছিল। এর মধ্যে ১১২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শূন্য ২৯ পদেও খুব শিগগির নিয়োগ দেওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।’
জানা গেছে, গাজীপুরের কাশিমপুরে অবস্থিত মহিলা কারাগারসহ সারা দেশে মোট ৬৮টি কারাগার রয়েছে। এসব কারাগারে বন্দির তুলনায় চিকিৎসক সংকট ছিল। বন্দিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়।
আরবিসি/২১ সেপ্টেম্বর/ রোজি