আরবিসি ডেস্ক : রাজধানী রামপুরা থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেওয়া হলো।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বিশেষ ট্রাইবুনাল-৬ এর বিচারক এ আদেশ দেন। বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হক প্রমুখ।
২০১৫ সালে রাজধানী রামপুরা থানা এলাকায় মালিবাগ ডিআইটি রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। এ অভিযোগে রামপুরা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
আরবিসি/২০ সেপ্টেম্বর/ রোজি