রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার সময় হল খোলা সম্ভব হবে না বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এদিকে ৩ দিন ব্যাপী এই ভর্তিপরীক্ষায় বিপুল সংখ্যক ভর্তিচ্ছুকে রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা। রবিবার বিশ^বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে অনতিবিলম্বে হল খোলার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বিশ^বিদ্যালয় শিক্ষার্থী রিদম শাহরিয়ার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধ রেখে পরীক্ষার শুরু করায় শিক্ষার্থীরা রাজশাহীতে মেস নিয়ে হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। ২ জনের রুমে ৪ জন থেকে অনেকে চলমান পরীক্ষায় অংশগ্রহণ করছে। সামনে আসছে ভর্তি পরীক্ষা। হল খোলা না হলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের থাকা খাওয়া নিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হবে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে কোনো চিন্তাই করছে না।
শিক্ষার্থীরা জানান, চলতি মাস থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা ও ফরম ফিল আপ কার্যক্রম শুরু হয়েছে। ফলত আবাসিক ও অনাবাসিক বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিরিক্ত ভাড়া গুনে গাদাগাদি করে থেকে পরীক্ষা কার্যক্রম চালাচ্ছেন। এদিকে ভর্তি পরীক্ষার সুযোগে মেস মালিকরা ভাড়া বাড়ানো শুরু করেছেন। নানা অজুহাতে ভর্তিচ্ছু প্রতি দুইশ টাকা পর্যন্তও দিতে বলে জানিয়ে দিয়েছেন অনেক মেস মালিক। অধিকাংশ ভর্তিচ্ছুরই হোটেল ভাড়া করে থাকার মত সক্ষমতা নেই। এছাড়া মেসগুলোতে নিয়মিত বোর্ডাররাই অল্প জায়গায় গাদাগাদি করে থাকেন। এতে বিপুল সংখ্যক ভর্তিচ্ছুর কারণে স্বাস্থ্যগত বিষয়টিও মারাত্মক ঝুঁকিতে পড়বে।
এসব বিষয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ওরাতো (শিক্ষার্থীরা) আবেগের জায়গা থেকে বলবেই, আমরা আমাদের শিক্ষার্থীদের প্রায়োরিটি দিচ্ছি। আমাদের খারাপ লাগছে যে আমরা ভর্তি পরীক্ষা সময় হল খুলতে পারছি না। শিক্ষার্থীরা যেন অন্তত এক ডোজ নিয়ে ক্যাম্পাসে আসে। তিনি আরও বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে ৮০% প্রথম ডোজ না নেয় তাহলে আবার বিবেচনা করবে। সে কারণে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত লিমিট করে দিয়েছে। আগামী ১০ দিনের মাঝে কত হারে শিক্ষার্থীরা টিকা নিয়েছে সে তথ্যগুলো আমরা নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের খোলার ব্যাপারে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিল মিটিংয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাতে পারব।
আরবিসি/১৯ সেপ্টেম্বর/ রোজি